ছট পুজোয় বাজি নিয়ে কড়া প্রশাসন
নিজস্ব সংবাদদাতা , কলকাতা ও উত্তরবঙ্গ , ৬নভেম্বরঃ আগামীকাল ছট পুজো। এই উৎসবে বাজির একটা প্রাধান্য দেখা যায়। এই প্রাধান্যে যাতে নিষিদ্ধ কোন বাজি যাতে না পোড়ানো হয় সেদিকে করা নজরদারি রেখেছে প্রশাসন। সারা রাজ্য জুড়ে চলছে নাকা চেকিং সহ তল্লাশি। আর সেই তল্লাশিতে ধরা পড়ছে প্রচুর নিষিদ্ধ বাজি। ছট পুজায় বাড়ি নিয়ে করা করি প্রশাসনের, বাজি ফাটাতে দেখা গেলে করা হবে আর্থিক জরিমানা। এবং সেটা বেশি পরিমাণে হতে পারে। নিষেধাজ্ঞা হয়ে গেছে অনেকদিন আগে থেকেই, তবুও বাজি ফাটতে দেখা গেছে আর তাই এবারে আগেভাগে নিষেধাজ্ঞা জারি করতে চাইছে প্রশাসন। বাজী নিয়ে আগের থেকে কড়াকরি ছিল প্রশাসনের , এবারে তা নিষেধাজ্ঞায় পরিণত হলো। " সবুজ বাঁচাও " কমিটি অনেকদিন ধরেই চেষ্টা করছে বাজি নিয়ে নিষেধাজ্ঞার জন্য। তবে সবকিছু হবার পরেও এখনো তৈরি হয়নি আইন। অভিযোগ বারবার বলা হলেও বাজি ফাটছে। নির্দ্বিধায় এবং নির্বিকরে। তাই এবার ছট পুজোর আগে আর কোন ঝুঁকি নিতে চায় না প্রশাসন। যাতে কড়া পদক্ষেপ নেয় সরকার সেদিকেই নজর রাখছে তারা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন