তাপমাত্রা নিম্নগামী হতেই সিকিমে বাড়ছে ভিড় +

কমছে তাপমাত্রা  , সিকিম জমজমাট 



নিজস্ব সংবাদদাতা , সিকিমঃ কথায় বলে বাঙ্গালীর পায়ের তলায় সর্ষে। নভেম্বর থেকেই ছুটির আমেজ । আর কাছের ভূস্বর্গ , সিকিম তাই জমজমাট ।   সিকিমের তাপমাত্রা  কমে যাওয়ায়  উপচে পড়ছে সাধারণ মানুষ। গত সাত দিন ধরে  পর্যটকেরা ভিড় করছে  পাহাড়ে, গতবারের চাইতে এবার তিন গুণ বেশি ভীড় হচ্ছে বলে দাবি  পর্যটকদের।  সিকিমের আবহাওয়া  আগের চাইতে অন্য এক জায়গায় পৌঁছে গেছে বলে দাবি করছে পর্যটন ব্যবসায়ীরা। বরফ করার পরে  সিকিমের আবহাওয়া  একেবারে অন্য মুডে আছে। বলে আর দেরি করছেন না পর্যটক থেকে সাধারণ মানুষ। এবারে রেকর্ড ভিড় হবে  বলে দাবি করছে পর্যটকেরা। আপাতত আবহাওয়া সঠিক দিকে আছে বলে দাবি আবহাওয়াবিদদেরও। কবে কি আবহাওয়া হবে  তা বলে যাওয়ার পরে  এখন উঠছে পড়ছে পর্যটক। সিকিমের পাশাপাশি দার্জিলিঙেও পাহাড়ে প্রচুর মানুষের ভিড়  দেখা যাচ্ছে। আবে সিকিম ঘুরে দার্জিলিং  আপাতত এটাই পছন্দ করছেন  সাধারণ মানুষ।

মন্তব্যসমূহ