অনেক আশার সেবক- রংপো নতুন রেলপথের সেতুর কাজ থমকে
কুশল দাশগুপ্ত , ৭ নভেম্বর: আটকে আছে কাজ সেবক এবং রংপুর ব্রিজের। গত কয়েক মাস ধরে ধস এবং অন্যান্য সমস্যার কারণে কাজ আটকে আছে সেবক এবং রংপো ব্রীজের। এবং চলাচল করতে না পারার জন্য, উন্নয়ন থমকে আছে গোটা এলাকা জুড়ে। একেই তো শীতের সময় কাজ হয় না, এই সময় যদি এক রকমের প্রাকৃতিক বিপর্যয় হয়, তবে তো সবকিছু আরও দ্বিগুণ দিনে আটকে যাবে। অনেক চেষ্টা এবং আশা করে সেবক এবং রংপো ব্রিজের কাজ শুরু করা হয়েছিল, কিন্তু নানান কারণে সেটা বন্ধ হয়ে আছে। এরমধ্য প্রাকৃতিক বিপর্যয় অন্যতম এক বড় কারণ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা নানান সমস্যার মধ্য দিয়ে ভুগছেন, না পারছেন নিজেদের এলাকার ছেড়ে যেতে থাকতে। যদি ব্রিজগুলো তৈরি হয়ে যায় , তবে কিছুটা হলে উন্নয়ন সম্ভব। এই লাইনের কাজে সূচনা যখন হয়েছিল, প্রচুর রেলের অধিকর্তারা এসেছিলেন , এবং তারা আশার বাণীও শুনিয়েছিলেন। কিন্তু বর্তমানে সবই ধোঁয়াশায় চলে গেছে। তাই কাজ শুরু না হলে তারা আত্মবিশ্বাস ফিরে পাবেন না বলে জানিয়েছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন