আগামীকাল ছট পুজো

 গোটা উত্তরবঙ্গ সহ সারা রাজ্যে ছট পুজোর প্রস্তুতি তুঙ্গে



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৬ নভেম্বরঃ আগামীকাল ভোরে ছট পুজো । সেই উপলক্ষে সারা রাজ্যে জুড়ে প্রশাসনিক স্তর থেকে সব স্তরেই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে । কলকাতার গঙ্গার ঘাট সমেত এলাকার সমস্ত জলাশয় গুলির নিরাপত্তা খতিয়ে দেখছে পুলিশ। এবারেও রবীন্দ্র সরোবরে ছট পুজো হচ্ছে না । 

 আগামীকাল মহানন্দা নদীর তীরে, হতে চলেছে ছট পুজো। তাই আজ জোর কদমে তৈরি হচ্ছে ছট ঘাট। শিলিগুড়ি সব জায়গায় আজ থেকে শুরু হচ্ছে ছট পুজোর আয়োজন। কিন্তু মহানন্দা নদীর তীরের ব্যাপারটাই যে আলাদা, ছট ঘাট হতে হবে। তাই পুরোপুরি ছটঘাট তৈরি করতে , নেমে পড়েছে  কর্মীরা। কাল সকাল থেকেই  পুজোর আয়োজন নিয়ে  চলে আসবেন সকলে,  তাই তার আগে ছট ঘাট তৈরি হয়ে যাওয়া  একান্তই প্রয়োজন। শিলিগুড়িতে ছট পুজোর জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি, বরঞ্চ  এবার আরো আগের থেকেই, ছট ব্রতীরা  তৈরি হয়ে গেছেন। তাই এবার আরো পুজো ভালোভাবে হবে বলে আশা করছেন, ছট ব্রতীরা। তারা জানিয়েছেন এই পুজোই হয় নিষ্ঠার সাথে, আর এবার আরো ভালোভাবে ছট পূজা হবে বলে আশা করছি আমরা।

ছট্ পুজোর প্রাক্কালে তিনবাত্তি রানাঘাট সরেজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।। তিনি এদিন দিন সকালেই ছটঘাট পরিদর্শন করলেন, মেয়র পরিষদ দের সাথে সাথে  ।  মেয়র জানালেন প্রতিবছরই আমি এই কাজটা করি  আমাদের দরকার সবার সাথে যোগাযোগ করে করে সব কাজ করা। আমি নিজে মনে করি  আমাদের  যোগ দেওয়া সব অনুষ্ঠানে।  এতে মানুষের সাথে যোগাযোগ আমাদের অনেক অনেক টাই বেড়ে যাবে। নিজেই দায়িত্ব নিয়ে   দিয়ে নির্দেশ দেন  কি করনীয় সেটা জানালেন।

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষের উদ্যোগে   শিলিগুড়ির  বাগডোগরা তে ছট ব্রতীদের  ছট সামগ্রী প্রদান করা হলো। আজ জেলা সভাপতি পাপিয়া ঘোষ,  এবং বাগডোগরা তৃণমূল কংগ্রেস সমর্থকদের উদ্যোগে  এই অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা সভাপতি জানান, আসন্ন ছটপূজা উপলক্ষে  সকল শহরবাসীকে জানাই  এর সাথে বাগডোগরা বাসি কেউ জানাই, শুভেচ্ছা এবং শুভকামনা। সকলের মনের ইচ্ছা পূরণ হোক, দীর্ঘ জীবন কামনা করি। এর সাথে তাদের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ হোক। জেলা সভাপতি আরো জানান আমি নিজে প্রচন্ড শ্রদ্ধা করি, এই ছট পুজোকে। তাই সকলের কাছে শুভকামনা পৌঁছে দিয়ে পূজো ভালোভাবে কাটুক এই আশা রাখছি।

 রাত পোহালেই  ছট পূজা, তাই আজ শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডে ছট ব্রতিদের হাতে ছট পুজোর সামগ্রী তুলে দিলেন শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর  এবং এমএমআইসি  শ্রাবণী দত্ত।  তিনি  ছট ব্রতিদের হাতে ছট পুজোর সামগ্রী তুলে দিলেন। তিনি জানালেন  ছট পুজো  এখন প্রচন্ড জনপ্রিয়, তাই সবার জন্য রইল  শুভেচ্ছা এবং শুভকামনা। ভগবান সবার ইচ্ছে পূরণ করুন,   তিনি ছট সামগ্রী দিয়ে বলেন, আমি গত ১০ বছর ধরেছ সামগ্রী প্রদান করে আসছি, এখানকার সবাই খুব ভালো। আমি নিজে সবার সাথে অনেকদিন ধরে মিষ্টি, হরিজন ভাইদের জন্য রইল  অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আগামী ছট পুজোর জন্য। এদেরকে নিয়ে আমি ভালোই আছি , জানালেন শ্রাবণী দত্ত। সন্ধ্যায়  বহু হরিজন ভাই-বোনেরা উপস্থিত ছিলেন, প্রত্যেককে শুভেচ্ছা এবং শুভকামনা জানান  শ্রাবণী দত্ত।

মন্তব্যসমূহ