আর জি কর কান্ডে রাজ্যের মুখ্যমন্ত্রীর চূড়ান্ত সময়সীমা

 আর জি কর , সব অপরাধীদের ধরতে মমতার চূড়ান্ত সময় সীমা 



বিশেষ সংবাদদাতাঃ কলকাতার আর জি কর মেডিকেল কলেজে  পড়তে আসা এক চিকিৎসককে ধর্ষণ ও খুন নিয়ে উত্তাল সারা রাজ্যে। সারা রাজ্যের হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্ম বিরতি। ৩১ বছরের ওই  ছাত্রী চিকিৎসককে রাত্রে ডিউটি করার সময়ে যে নৃসংস অত্যাচার করে খুন করা হয়েছে বলে নানা মহলে অভিযোগ উঠেছে , তার প্রভাবে রাজ্য ও রাজনীতি , সাধারণ মানুষ প্রতিবাদে পথে নেমেছেন। নিরাপত্তার দাবিতে মহিলা কর্মীরাও এতে সামিল। 

সোমবার আর জি কর হাসপাতালে যান রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী । এদিন তিনি অপরাধীদের খুঁজে বের করার জন্য পুলিশকে রবিবার পর্যন্ত  চূড়ান্ত সময় সীমা বেঁধে দেন। তিনি এও জানান , অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দিতে হবে । তিনি বলেন , এই সীমার মধ্যে যদি কআজ না হয় , তিনি সি বি আই এর সাহায্য নেবেন  । এদিন তিনি মৃত ছাত্রীর বাড়িতেও যান। সেখানে গিয়ে , পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রসঙ্গতঃ এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। সঞ্জয় রায় নামের ওই ব্যাক্তি সিভিক ভলান্টিয়ার।   

মন্তব্যসমূহ