শিলিগুড়িতে অজানা জ্বর

 অজানা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি বহু মানুষ



নিজস্ব সংবাদদাতাঃ   প্রথমে জ্বর পরে মাথা ব্যাথা এবং সর্দি এই নিয়ে ভর্তি শিলিগুড়ি হাসপাতালে বহু মানুষ। শিলিগুড়ি তে এই প্রথম নয় প্রতি বছর এই সময় এই উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন প্রচুর মানুষ। গিজগজ করছে রোগী, ডাক্তার এর দেখা মেলে একদম কম। রোগীর আত্মীয় দের অভিযোগ বার বার বলা হলেও ডাক্তার আসেন একেবারেই কম। অন্যদিকে হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন যতটা পারা যায় করা হচ্ছে। কিন্তু দিনের পর দিন যেভাবে বাড়ছে রোগীর সংখ্যা তাতে আতঙ্ক বাড়ছে শিলিগুড়ি তে। এই শহরে প্রতি বছর এই সময় জ্বর নিয়ে হাসপাতালে আসেন অনেক মানুষ। তবে হাসপাতালে র তরফ থেকে জানানো হয়েছে রোগীদের সুবিধার জন্য খুব তাড়াতাড়ি হাসপাতালের বেডের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে।

মন্তব্যসমূহ