অরণ্য সুরক্ষা

অরণ্য সুরক্ষায় মেয়র 



নিজস্ব সংবাদদাতাঃ  শিলিগুড়িতে অরণ্য সুরক্ষার তে হ্যাঁ গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। আজ তিনি জানালেন শিলিগুড়িতে বিপরীত আবহাওয়া তৈরি হচ্ছে শুধুমাত্র গাছ কেটে ফেলার জন্য। আমাদের সবাইকে বৃক্ষরোপন কর্মসূচিতে যোগ দিতে হবে। আমরা চেষ্টা করি শিলিগুড়ি শহরকে সবুজে সবুজে মুড়িয়ে যাওয়ার জন্য। কারণ এই পৃথিবীর যেভাবে উত্তপ্ত হয়ে চলেছে, তাতে মানুষের আর বেশি দিন এবং সুন্দরভাবে বসবাস করা একেবারেই সম্ভব হবে না। উষ্ণায়নের কারণে মানুষ আজ বিভিন্নভাবে আক্রান্ত। তাই আমরা তো প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে জিততে পারবো না, আমাদের একমাত্র হাতিয়ার হল গাছ। তাই একটি গাছ একটি প্রাণ এই স্লোগান নিয়েই আমাদের চলতে হবে। আমাদের দরকার প্রকৃতিকে শান্ত করা তাই কিভাবে প্রকৃতিকে শান্ত করতে হয় সেটা আমরা জেনেই এগিয়ে যাব। সময় দরকার তবে আমাদের গাছ লাগাতেই হবে। কারণ গাছি এই উত্তপ্ত পৃথিবীর হাত থেকে আমাদের সকলকে রক্ষা করবে। গাছ নিজে আমাদের কাছে কিছু চায় না, আমাদের দেয় তাই আমরা চেষ্টা করব গাছ লাগাতে। এবং গাছ যাতে আর না কাটতে হয় এদিকে দৃষ্টি দিতে। একজন মেয়র হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি গাছ লাগানোর ব্যাপারটা নিজের হাতেই দেখব, বলে জানালেন  মেয়র গৌতম দেব।

মন্তব্যসমূহ