আজ বিশ্ব হাতি দিবস

 বিশ্ব হাতি দিবসে রক্তদান শিবিরের আয়োজন বনকর্মী , দমকল সমেত সাধারণ মানুষের 



নিজস্ব সংবাদদাতা ঃ আজ বিশ্ব হাতি দিবস, এই উপলক্ষে শিলিগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। শিলিগুড়ি বিভিন্ন ওয়েলফেয়ার সোসাইটি   সংগঠনের তরফ থেকে আর শিলিগুড়ি তিন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে তিনটি এলাকায় মিলে মোট ১৫০ জন রক্তদাতা রক্ত দান করেন। তাদের মধ্যে দমকল কর্মী এবং পুলিশকর্মী আছে  ন। জানা গেছে এই রক্তদান শিবিরে হাতিদের রক্ষা ব্যবস্থা আরো যার করতে সচেতনতা বার্তা পৌঁছে দেওয়ার জন্য একটি বই দেওয়া হয়। বিশ্ব হাতি দিবস উপলক্ষে শিলিগুড়ি দেশবন্ধু পাড়া এবং আজ বসে প্রতিযোগিতার আয়োজন করা হয়, তার বিষয়বস্তু ছিল হাতি এবং হাতির শাবক। জঙ্গলে যে হাতিরা আদৌ সুরক্ষিত নয়, এবং খিদে পেয়েছে তাই তারা শহর অঞ্চলে চলে আসছে এই তথ্য বন্ধ করে দেওয়ার জন্য যথা সময় যথা পর্যন্ত খাবার দিতে হবে। ঠিকমতো বড় হচ্ছে না, তাদের চাই উপযুক্ত খাবার তাই সেই বার্তা এদিন পৌঁছে দেয়া হলো। এদিন উপস্থিত ছিলেন বিভিন্ন জঙ্গলের আধিকারিকরা, এবং বনদপ্তরে কর্মীরাও।

মন্তব্যসমূহ