জল এলেও শিলিগুড়ি জুড়ে জলাভাব

 জল সরবরাহ স্বাভাবিক  তবুও  এলাকা জুড়ে জলাভাবের  আতংক 



কুশল দাশগুপ্তঃ গতকাল থেকে জল সরবরাহ বৃদ্ধি পেয়েছে তবুও জল নিতে  ভীড় শিলিগুড়ির সব এলাকায়। অনেকেই বলছেন এতে বিশ্বাস নেই আবার সমস্যা হবে। তাই আজকেও শিলিগুড়ি র বেসরকারি সব জলের কোম্পানি তে ভীড় উপচে পড়ছে বিশুদ্ধ জল খাবার জন্য। আজকে সকাল থেকেই শিলিগুড়ি র সব জায়গায় জলের পাত্র নিয়ে ভীড় করছেন সাধারণ মানুষ সবাই মনে করছেন এটা সাময়িক আবার জলের সমস্যা হবে। মেয়র দায়িত্ব এড়াতে তড়িঘড়ি জল আনলেন। আবার ভুগতে হবে সবাই কে। যদিও তৃণমূল দাবি করেছে এটা বিরোধীরা চক্রান্ত করছে। জল ঠিক হয়েছে। চিন্তা করার কোনো কারণ নেই। তবে জল নিয়ে যে ভোগান্তি হলো সাধারণ মানুষের সেটা হয়তো ভুলে যাবেন না কেউ ই। সবাই বলছেন পানীয় জল নিয়ে যে রাজনীতি হলো শিলিগুড়ির মানুষ কখনোই ভুলতে পারবেন না।

মন্তব্যসমূহ