লিট্ল ম্যাগাজিন মেলা 'উত্তরের হাওয়া' -র শুভ সূচনা

  কোচবিহারে লিটল ম্যাগাজিন মেলায় ব্রাত্য বসু এবং গৌতম দেব



 বিশেষ সংবাদদাতা , কোচবিহার , ২ মার্চঃ কোচবিহারের আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয় প্রাঙ্গণে সাহিত্য উৎসব ও লিট্ল ম্যাগাজিন মেলা 'উত্তরের হাওয়া' -র শুভ সূচনা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু, , । এদিন ব্রাত্য বসু জানালেন , ' আমাদের সরকার যুবকদের সংষ্কৃতির দিকে যেতে বলছে। সবাই যদি একটু একটু করে আগের মত বই পড়তে শুরু করে দেয় , তবেই এবার বাংলার মানুষের কাছে আমরা পৌছে যেতে পারব। ' এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান ,' কথায় আছে বই পড়ুন এবং বই পড়ান।বই এর চাইতে ভালো বন্ধু আমাদের কাছে আর কেউ নেই। বই পড়তে হবে ,  কাগজ পড়তে হবে । তবেই দেশ এগিয়ে যাবে ভবিষ্যত এর দিকে । তাই সময় পেলেই বই পড়ুন এবং বই পড়তে বলুন ' , জানালেন গৌতম দেব।  ' গোটা উত্তরবঙ্গ জুড়েই আমাদের প্রচুর মানুষ আছেন বই পড়তে এবং বই কিনতে ভালোবাসেন তাদেরই এগিয়ে আসতে হবে বলে জানালেন তিনি।'

মন্তব্যসমূহ