বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে , থানা ঘেরাও , ধুন্ধুমার
বিশেষ সংবাদদাতা , মালদা , ২৮ মার্চঃ রাতের আধারে বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে তান্ডব তৃণমূল কর্মীদের।দরজা ভেঙে হামলার অভিযোগ উঠেছে।বাড়িতে ঢুকে বিজেপি কর্মীদের তরোয়াল দিয়ে হামলা করে তৃণমূলের দলবল।ঘটনায় কারও হাত,পা ও কারও মাথা কেটে জখম হয়েছে।প্রায় ৬ জনকে আঘাত করা হয়।দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা পরে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার রাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে।রাতের আধারে বাড়িতে ঢুকে তান্ডব তৃণমূল কর্মীদের।এঘটনার পরে বাড়ির মহিলারা আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।নিরপত্তাহীনতায় ভুগছে মহিলারা।ভয় আর হুমকির যেরে বাড়ির বাইরেও যেতে পাচ্ছে না। বিজেপি কর্মীরা উত্তর মালদহের বিদায়ী বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী খগেন মুর্মুর দ্বারস্থ হয়েছেন।
মালদহের হরিশ্চন্দ্রপুরে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের দুষ্কৃতীদের হামলার প্রতিবাদ জানিয়ে হরিশচন্দ্রপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান উত্তর মালদা বিজেপি প্রার্থী খগেন মুর্মু। সাথে ঞ্ছিলেন হরিশ্চন্দ্রপুর ব্লকের বিজেপি নেতৃত্বরা। বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর জেলা বিজেপি কার্যালয় থেকে বিশাল মিছিল বেরিয়ে হরিশচন্দ্রপুর থানায় ঘেরাও করে। অবিলম্বে তৃণমূল দুষ্কৃতী অভিযুক্তদের গ্রেপ্তার দাবি করতে হবে তেমনটাই জানাচ্ছেন উত্তর মালদা বিজেপি প্রার্থী খগেন মুর্মু।
এদিকে তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে বলা হয় যে , ভোটের ময়দান গরম করতেই বিজেপি সামান্য কারণ নিয়ে রাজনীতি করছে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন