মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়ির বাম প্রার্থী দেবরাজ বর্মন

 জলপাইগুড়ির বামফ্রন্ট মনোনীত প্রার্থী , দেবরাজ বর্মন মনোনয়নপত্র জমা দিলেন 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ২৩ মার্চঃ  শুক্রবার জলপাইগুড়ি মিছিল করে বামফ্রন্ট মনোনীত প্রার্থী দেবরাজ বর্মন মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। আজ সকালে তিনি সিপিএমের সমর্থকদের সাথে মিছিল করে এসে মনোনয়ন পত্র জমা করেন। তার সাথে ছিলেন সিপিএমের পুরুষ এবং মহিলা কর্মী সমর্থকেরা। আজ সকালে সাংবাদিকদের কথার উত্তরে দেবরাজ বর্মন জানান আমাদের দল গত তিরিশ বছরের বেশী সময় ধরে মানুষের কাছে এবং মানুষের পাশে থেকেছে। সিপিএম দলটি সর্বহারা মানুষের জন্য তৈরী দল। যেখানে কেউ থাকে না সেইখানে সিপিএম থাকে। আমি বামফ্রন্ট এর হয়ে এবার লড়াইএ নেমেছি জনগনের আর্শীবাদ এর জন্য। এই দুটি দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপী এক দিশাহীন এবং উদ্দেশ্য ছাড়াই সরকার চালাচ্ছে। এরা জনগনকে মাটিতে ফেলে তাদের কাছ থেকে ভোট আদায় করে নিচ্ছে। দুটি দলের নীতিই এক।এরা বাইরে লড়াই করলেও ভিতরে ভিতরে নিজেদের মধ্যে মিল করে রেখেছে। যাতে একে অন্যের সুবিধা হয়। আর আমরা দেখি মানুষের কোথায় অসুবিধা কোথায় দরকার কোথায় সাহায্য এইসব। তাই আমি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে আবেদন রাখছি আপনারা আমাকে জিতিয়ে সংসদে পাঠান আমি আপনাদের দাবীর জন্য লড়াই করব।এদিন সিপিএম প্রার্থীর মনোনয়ন জমা পড়ে।

মন্তব্যসমূহ