শিলিগুড়িতে দুদিনের দোল

 দুদিন ধরে দোলে মাতল শিলিগুড়ি 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৬ মার্চ:  আজ হোলি।  সেই অর্থে আজ একটু হলেও দলের দ্বিতীয় দিন. আর এই সুযোগকে হাত ছাড়া করতে চাননি শিলিগুড়িবাসি।  তাই  দ্বিতীয় দিনেও চলল আবির খেলা শিলিগুড়ি বাসী রঙে রঙে   নিজেদের রাঙিয়ে তুললেন সবাই। 

আজকের দিনটি একটা আলাদা বৈচিত্র থাকবে শিলিগুড়ির মানুষের কাছে। কারণ  আজকেও  ছিল রঙের খেলা। আর সকাল থেকেই মানুষ একেবারে রাস্তার উপরে চলে এসেছিলেন পিচকারি নিয়ে বাচ্চাদের মত। রঙের উৎসবে অনেকটা শুরু আজকে সকাল থেকেই। একমাত্র ভয় ছিল আবহাওয়া কে নিয়ে সেটাও আজকে একেবারে মনকে খুশী করবার মতন আবহাওয়া। তাই আর দ্বিধা করেন নি শহরের মানুষ ছেলে এবং বুড়ো সকলেই নেমে পড়েছেন মাঠে আবির খেলতে। শিলিগুড়ির সবকটি ওয়ার্ডেই আবির খেলা ছিল একেবারে চোখে পড়ার মতন। মানুষ একেবারে নিজেদের মত করে আজকের দিনটাকে পালন করলেন। দোল খেলার একটা আলাদা আভিজাত্য আছে।  আজকে শিলিগুড়ির মানুষ সেটা প্রমান করে দিল। শিলিগুড়ি বরাবরই একেবারে বীপরিত মুখী শহর। বিভিন্ন ভাবে সেটা লক্ষ্য করেছি আমরা। আজকের দ্বিতীয় দিনের  দোলের সকাল এবং দোলের দুপুর দেখিয়ে দিল শিলিগুড়ির মানুষ কিভাবে আনন্দ করতে পারে। সবকিছু সময় বলে দেয় না। বুঝে নিতে হয়।দোলের দ্বিতীয় দিন যেন শিলিগুড়ির মানুষ সেটাই প্রমান করে দিল তারা কতখানি উৎসবমুখর।

মন্তব্যসমূহ