মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে আশীর্বাদ নিয়ে ভোট প্রচার বিজেপি প্রার্থীর

  ঈশ্বরের কাছে আশীর্বাদ নিয়ে ভোট প্রচার দুই বিজেপি প্রার্থীর 



 বিশেষ সংবাদদাতা , মালদা , ২৩ মার্চঃ ভোটের প্রচারে ঈশ্বর ভরসা যেন একটু বেশি করে চোখে পড়ছে । জেলায় জেলায় প্রায় সব দোলের প্রার্থীরা মন্দিরে যাচ্ছেন । পুজো দিচ্ছেন । আশীর্বাদ নিচ্ছেন । তারপর প্রচারে বেরচ্ছেন , অথবা সেই মন্দিরের সংলগ্ন এলাকায় জনসংযোগ সারছেন ।     শনিবার জেলার দুই প্রান্তে  দুই কালীমন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার করলেন উত্তর ও দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা।

এদিন রতুয়া দুই নম্বর ব্লকের অন্তর্গত গোবোর জনা কালী মন্দিরে সকল সকল পুজো দেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ঠিক পাশাপাশি মালদার ইংরেজ বাজারের জহুরাতলা কালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার সারেন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরুপা চৌধুরী । 

মন্তব্যসমূহ