রিচাকে সাবাসি তাঁর শহরের

শিলিগুড়ি শহর জুড়ে রিচাকে ধন্যবাদ জানিয়ে পোষ্টার



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২০ মার্চঃ উওম্যান প্রিমিয়ার লিগের (২০২৪)  চাম্পিয়ান দল , আর সি বি'র অন্যতম খেলোয়ার। এবং জেতানোর কারিগরও তিনি। এবারে গোটা শিলিগুড়ি শহর জুড়ে রিচাকে ধন্যবাদ জানিয়ে পোষ্টার পড়ল। শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গাতে ধন্যবাদ রিচা জানিয়ে পোস্ট পড়ছে। সাধারন মানুষ থেকে ক্রিকেট প্রেমী মানুষ সবাই রিচার প্রশংসনীয় খেলার বাহবা দিয়েছেন। ঋদ্বির পরে রিচা আপাতত শিলিগুড়ি শহরের ক্রিকেটপ্রেমী মানুষের বক্তব্যে এটাই ধরা পড়েছে। রিচাকে নতুন আইকন বলা হচ্ছে শিলিগুড়ির। গোটা কলেজপাড়া এবং হাকিমপাড়াতেও পড়েছে রিচার পোস্টার। এবারে রিচা বেশ কয়েকটি ম্যাচে যেভাবে ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে গেছেন সেটা দেখে তারিফ করছেন বহু মানুষ। সবার মুখে এক কথা এই মেয়ে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করবে। রিচা ভবিষ্যতে ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম কান্ডারী হবে।  আপাতত এই আশাতেই দিন গুনছেন শিলিগুড়ির মানুষ।

মন্তব্যসমূহ