বাইসনের আক্রমনে হত ১
নিজস্ব সংবাদদাতা , কোচবিহার , ২৪ মার্চঃ ফের লোকালয়ে বাইসনের হামলা। ঘটনায় মৃত এক মহিলা। রবিবার সকাল থেকে দুইটি বাইসন দাপিয়ে বেড়ালো নিশিগঞ্জ এলাকায়। প্রথমেই স্থানীয় গ্রামবাসীরা নিশিগঞ্জ বাজারের পাশে একটি ভুট্টা খেতে বাইসন দুটিকে দেখতে পায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বন বিভাগ কে। বনদপ্তরের আধিকারিক এবং নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। গ্রামবাসী সূত্রে জানা গেছে ঘটনায় দুই জন আহত হয়েছিলেন যার মধ্যে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে একজনকে নিয়ে আসার সময় তার মৃত্যু হয়। মৃত্যু হয় রমণী সরকার (৬৫)। তার ছেলে শ্যামল সরকার পেশায় ফুচকা বিক্রেতা জানান, স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে তিনি তার নিশিগঞ্জ কোকো পাড়া গ্রামের ছুটে যান। রান্নাঘরের পেছনে প্রচুর রক্ত পড়ে থাকতে দেখেন, ততক্ষণে তার মাকে নিশিগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে বনদপ্তর এর আধিকারিকরা। পরিস্থিতি বেগতিক দেখে বনদপ্তর মৃত রমণী সরকারকে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে রাস্তায় তার মৃত্যু হয়েছে। দুটি বাইসন ইতিমধ্যে ধরা পড়েছে। তাদেরকে ঘুম পাড়ানি গুলি দিয়ে ধরা হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে। অনুমান বাইসন দুইটি পার্শ্ববর্তী পাতলা খাওয়া বনাঞ্চল থেকে লোকালয়ে প্রবেশ করেছিল খাবারের খোঁজে। মূলত ভুট্টা খাওয়ার জন্যই তারা লোকালয়ে প্রবেশ করেছিল বলে, প্রাথমিক অনুমান। ঘটনায় শোকের ছায়া নিশিগঞ্জ এলাকায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন