রাজ্য জুড়ে পালিত হচ্ছে বসন্ত উৎসব

রাজ্যজুড়ে আগাম বসন্ত উৎসব পালন 



 সজল দাশগুপ্ত, শিলিগুড়ি , ২৪ মার্চঃ   আগামীকাল থেকে শুরু বসন্ত উৎসব, বসন্ত উৎসবের আনন্দ মেতে উঠবে রাজ্যবাসী। তবে গতকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আগাম বসন্ত উৎসব পালিত হচ্ছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে প্রতিবছর মহাসরোহে  বিভিন্ন স্থানে বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে। বিভিন্ন সংস্থাগুলি আয়োজন করে থাকে বসন্ত উৎসবের। বসন্ত জাগ্রত দ্বারে এর পরিচালনায় বসন্ত উৎসবের আনন্দে মেতে উঠলো



 শিলিগুড়ি পুরো নিগমের ৪৪ নম্বর ওয়ার্ড। শিলিগুড়ি পুরো নিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দশরথ পল্লি এলাকায় ঘটা করে আগাম বসন্ত উৎসবের আয়োজন করা হলো। একে অপরকে আবির মাখিয়ে এ উৎসব পালন করলেন সকলে। উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি রঞ্জন সরকার, এছাড়া আরো অনেকেই উপস্থিত হয়েছিলেন। বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্যসমূহ