শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার

 শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্রসহ আটক ১ 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৭ মার্চঃ  ভোটের আগে চাঞ্চল্য, সামনের লোকসভা নির্বাচন তার আগে শিলিগুড়ি জংশন এলাকায় আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ। প্রসঙ্গত গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে।ধৃতের নাম মহম্মদ সাগর। এদিন  বুধবার দুপুর দুটো নাগাদ ধৃতকে শিলিগুড়ি মহাকুম আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির মামলা ছিল। সেই ঘটনার তদন্তে নেমে গতকাল অভিযুক্তকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ।

মন্তব্যসমূহ