কাট্মানি , প্রতিবাদ , তৃণমূল নেতার হাতে আক্রান্ত বিজেপির নেতা
বিশেষ সংবাদদাতা , মালদা ১৬ মার্চ: কাটমানির প্রতিবাদ করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি নেতা।মাথায় ধারালো অস্ত্রের কোপ।রাজ্যের দেওয়া ১০০ দিনের কাজের টাকা শ্রমিকদের একাউন্টে ঢুকতেই ফের কাটমানি চাওয়ার অভিযোগ চাঁচলে। কাঠগড়ায় সুপারভাইজার তথা তৃণমূলের বুথ সভাপতি। যিনি আবার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী সন্তোষ রায়। মাথায় ধারালো অস্ত্রের কোপ। অভিযুক্ত চাঁচলের রায় পাড়া বুথের তৃণমূলের বুথ সভাপতি তাপস নুনিয়া।সমগ্র ঘটনায় লোকসভার প্রাক্কালে ব্যাপক উত্তেজনা।চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের। এই অভিযোগ নিয়ে তদন্তে পুলিশ ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন