নিরামিষ খাচ্ছেন , প্রতিজ্ঞাও করছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি

 জিতলে তবেই সেদিন আবির খেলবো - প্রতিজ্ঞা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির 



কুশল দাশগুপ্ত , দার্জিলিং , ২৬ মার্চ: দোল খেললেন না দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেস সভানেত্রী ।   জেতার খবর পেলেই আবির খেলব জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি জানালেন , এখন আনন্দ করছি না একেবারেই , এমনকি রঙও খেলছি না। আগে জিতি তবেই আবির খেলব । বাবা রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন , যতক্ষন না পযর্ন্ত জেতা যাবে ততক্ষন , পযর্ন্ত নিরামিশ খাবেন। ঠিক বাবার পথেই জানিয়েছেন জেলা সভাপতি ,  তিনি জানালেন , সকাল থেকে রাত শুধুমাত্র একটা কথাই ভাবছি কিভাবে দলকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। কর্মীদের সাথেও আলোচনা করছি। তারাও প্রচণ্ডভাবে খেটে চলেছেন। পাপিয়া ঘোষ জানালেন এবারে প্রার্থী ঘোষনার পরের দিন থেকেই মাঠে নেমে পড়েছি আমরা। আর একমাস কষ্ট করতে হবে। প্রার্থীকে সব জায়গায় নিয়ে যাবার দায়িত্ব এবং কর্তব্য শুধুমাত্র আমাদের। এখন পরিশ্রম করে গেলেই চলবে না, আসল কাজটা করতে হবে। দলকে জেতাতে হবে। সময় আছে একটু পরিকল্পনা করে এগিয়ে গেলেই কাজ হয়ে যাবে বলে জানালেন জেলা সভাপতি। এদিকে জেলা সভাপতির এই প্রতিজ্ঞায় উদ্বুদ্ধ তৃণমূলের নীচু তলার কর্মীরাও। তারাও জানিয়েছেন এইভাবে প্রতিজ্ঞা করলেই একটা লক্ষ্যে পৌছানো যায়। সেটা যেই লক্ষ্যই হোক না কেন। আমরা সবাই মিলে পরিশ্রম করলেই তবে আমরা একটা জায়গাতে পৌছে যেতে পারব বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। হাতে সময় থাকলেও কাজে পরিনত করতে হবে আমাদের সবাইকে বিশেষ করে আমাদের কর্মীদের তবেই জয় আসবে, আশাবাদী আমি জানালেন আশাবাদী জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

মন্তব্যসমূহ