ভোটের কাজ থেকে বিরত রাখার জন্য চুক্তিভিত্তিক শ্রমিকদের স্মারকলিপি
কুশল দাশগুপ্ত , মাথাভাঙ্গা , ২২ মার্চঃ একশো দিনের কাজ সহ বিভিন্ন পদে নিযুক্ত চুক্তি ভিত্তিক কাজে নিযুক্ত শ্রমিকরা ভোটের কাজ থেকে বিরত থাকার আবেদন জানিয়ে মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের মাটিয়ারকুঠি সংলগ্ন এলাকায় বিডিও কে স্মারকলিপি দিল বৃহস্পতিবার । এদিন প্রায় পঞ্চাশ জন চুক্তি ভিত্তিক কর্মচারীরা একত্রিত হয়ে ব্লকের বিডিও অফিসে জমায়েত হয়ে ভোটের কাজ থেকে বিরত থাকার আবেদন জানিয়ে বিডিও কে স্মারকলিপি প্রদান করেন।চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে চিন্ময় চক্রবর্তী,ভবতোষ পাটোয়ারী জানান লোকসভা নির্বাচনে চুক্তিভিত্তীক কর্মচারীদের ভোটের কাজ থেকে বিরত থাকার নোটিফিকেশন দেওয়া হয়েছে।অথচ ব্লক প্রশাসনের থেকে তাদের ভোটের কাজ করার কথা বলা হয়।তাই এদিন তারা ভোটের কাজ থেকে বিরত থাকার আবেদন জানিয়ে ব্লকের বিডিও কে স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন