মালদায় স্কুল চলাকালীন শিক্ষকে - শিক্ষকে মারামারি

 প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মধ্যে হাতাহাতি 



 বিশেষ সংবাদদাতা , মালদা,২৭ মার্চ:  প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মধ্যে সংঘর্ষ। কিল চড় ঘুষি চলল শিক্ষাঙ্গনে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শিক্ষক মহলে। শুধু এবার নয়। বারবার  বিভিন্ন অভিযোগে  খবরের শিরোনামে উঠে এসেছে  এনায়েতপুর উচ্চ বিদ্যালয়।জানা গেছে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মারামারির ঘটনা প্রায়ই  ঘটে।তবে এই  ঘটনাই রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিউজ্জামান  এবং সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের মধ্যে বিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন সংঘর্ষ হয়। আর তাতেই এই সংঘর্ষ।  

মন্তব্যসমূহ