ভোটের আগেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী

 ভোটের দিন ঘোষণার আগেই পূর্ব বর্ধমান সহ জেলায় জেলায়  কেন্দ্রীয় বাহিনী 




নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১ মার্চঃ  লোকসভা ভোটের নির্ঘণ্ট  ঘোষনা হয় নি এখনও। কিন্তু ভোটের দিনক্ষন ঘোষণার আগেই পূর্ব বর্ধমান জেলায় এসে পৌঁছালো দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সন্ধ্যায় পানাগড়ের বেস ক্যাম্প থেকে বর্ধমানে পা রাখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাহিনী সূত্রে জানা গেছে, এই দুই কোম্পানীর মধ্যে এক কোম্পানি কাটোয়া-কালনা এবং  আরেক কোম্পানি  বর্ধমান সদরের জন্য আপাতত মোতায়েন করা হবে। এদিন  সন্ধ্যায়   এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছালো বর্ধমান শহরের গোলাপবাগ "ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে"। এই বাহিনীর মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং দু জন  অফিসার সহ  ৯০জন সেনা জোয়ান রয়েছে। প্রশাসনিক সূত্রে ইতিমধ্যেই জানা গেছে যে,  শুক্রবার রাজ্য প্রথম দফায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলাতে এই বাহিনী কিছু কিছু করে ভাগ হয়ে যাচ্ছে।  মূলত বর্ধমান, কাটোয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজই কেন্দ্রীয় বাহিনী ঢুকেছে। তারা এসেই প্রথমে নির্দিষ্ট থানায় রিপোর্ট করবে এবং পরবর্তী ক্ষেত্রে রুট মার্চ করা শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। এতদিন আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে কটাক্ষ করা হলেও লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকার যে এক ইঞ্চিও জমি ছেড়ে দেবে না তা নির্বাচনের এত আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থেকেই কার্যত স্পষ্ট হয়ে গেল।

শুধু বর্ধমান নয় , অন্য জেলাতেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসতে শুরু করেছে , কলকাতা সহ জেলাতে সরকারি  বিদ্যালয় গুলিতে তাঁদের থাকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে । এদিকে বিদ্যালয়ের পঠন পাঠনে সমস্যা দেখা দেবে বলে অভিভাবক স্তরে অভিযোগ উঠতে শুরু করেছে।  

মন্তব্যসমূহ