ভোটের আগে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের কৃষান সমিতির কর্মী সভা

 দার্জিলিং জেলা কৃষান  বিকাশ সমিতির কর্মীসভা 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৩ মার্চঃ  প্রচণ্ডভাবে বৃষ্টিপাত অনেকটাই মাটি করে দিতে বসেছিল কর্মীসভা।আজ শিলিগুড়িতে অনুষ্ঠিত হল দার্জিলিং জেলার পক্ষ থেকে কৃষান বিকাশ কমিটির কর্মীসভা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব এবং দার্জিলিং জেলা কৃষান কমিটির সদস্য এবং সমর্থকেরা। উপস্থিত ছিলেন বেচারাম মান্না, কারিগরি এবং  কর্মসংষ্কৃতি বিভাগ এবং অন্যান্য দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন খগেসর রায় এবং পশ্চিম বঙ্গের কৃষান মজদুর ইউনিয়নের অন্যান্য আধিকারিকেরা। এদিন দার্জিলিং জেলা কৃষান মজদুর ইউনিয়নের তরফ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক বিকাশ ঘোষ। নতুন দায়িত্ব নিয়ে যিনি বেশ কয়েকটি উন্নয়নমুলক কাজের কথাও ঘোষনা করেন।এদিন মলয় কারিগরি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী জানান কৃষকদের নিয়ে রাজ্য সরকারের অনেক উন্নয়নমুলক চিন্তা আছে যেটাকে কার্যে পরিনত করতে হবে। তিনি  আমাদের কাজ এবং লক্ষ্য যদি সঠিকভাবে করা যায় তবে আগামী দিনে এই ইউনিয়নের কাজ অনেক দুরে এগিয়ে যাবে। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জীলিং জেলা তৃণমূল কংগ্রেসের সকল সদস্য এবং নেতৃত্ব।

মন্তব্যসমূহ