জলপাইগুড়িতে তৃণমূলের প্রচার তুঙ্গে

 জলপাইগুড়িতে তৃণমুল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মেয়র গৌতম দেব



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৩ মার্চ:  জলপাইগুড়িতে প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচারে মেয়র গৌতম দেব। আজ তিনি জলপাইগুড়ির যুব তৃণমূল কংগ্রেস নেতা সৈকত চক্রবর্তীর সাথে দলের হয়ে প্রচারে বের হন। আজ সকালে তিনি বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার শুরু করেন।তিনি জানান এখন সরকার চালিয়ে যাচ্ছে বিজেপি । আর মানুষের সাথে বঞ্চনা করে চলেছে। এককথায় জোর করে সবকিছু করে নিচ্ছে বিজেপি। মানুষকে হতাশ করে তাদের উপরে নানান ধরনের করের বোঝা চালাচ্ছে বিজেপি। কিন্তুু মানুষ এই লোকসভা ভোটে সবকিছু উলট পালট করে দেবে। কারণ চালাকি করে একদিন দুদিন চলে রোজ নয়। তাই বিশেষ করে এই লোকসভা নির্বাচনে সবকিছু উলটে পালটে দেবে অন্যান্য দল। তাই বাংলার মাটিতে বাংলাকে রক্ষা করতে একমাত্র দরকার তৃণমূল কংগ্রেস। তাই সবার কাছে একটাই অনুরোধ আপনারা বাংলাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। কারন আমাদের মুখ্যমন্ত্রী চান মানুষের কাছে এবং মানুষের পাশে থাকতে। তাই আমরা চাই তার কাজ ঠিকভাবে হোক। এই জন্য আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। এদিন গোটা জলপাইগুড়ি শহরে প্রদক্ষিন করে মানুষের বাড়িতে বাড়িতে যান তারা।

মন্তব্যসমূহ