বামেদের দেওয়াল লিখন হয় মানুষের মনে - বোলপুরে বাম প্রার্থী শ্যামলী প্রধান
বিশেষ সংবাদদাতা , বোলপুর , ২৪ মার্চ: রবিবাসরীয় প্রচারে ঝড় তুলছেন বোলপুরের বাম প্রার্থী শ্যামলী প্রধান । এদিন বীরভুমে অনুব্রত মন্ডলের গড়ে দাঁড়িয়ে তিনি সদর্পে জেতার কথা বলেন। এদিকে বাম প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন বাম প্রার্থী। বোলপুর, ইলামবাজারে তৃণমূল প্রার্থী অসিত মালের দেওয়াল লিখন ছাড়া অন্যদলের লিখন সেভাবে চোখে পড়লো না। তবে রবিবার নানুরে প্রচারে নেমে বাম প্রার্থী শ্যামলী প্রধান বলেন, আমরা নিজেরা নিজেদের সততার প্রতীক বলিনা। মানুষ আমাদের কথা বলে। তাঁদের মনেই আমাদের দেওয়াল লিখন। তাই দেওয়াল কতটা দখল থাকলো সেটা নিয়ে আমাদের চিন্তা নেই। আমরা ইস্যুভিত্তিক আন্দোলন করি। মানুষের কাজ, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য আমাদের মূল ইস্যু। একুশের বিধান সভা আর চব্বিশের লোকসভা এক নয়। এবার মানুষ দেখতে পাচ্ছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কিভাবে দুর্নীতি করেছে। তাই আমরা শূন্য এই পরিসংখ্যান আমাদের থামাতে পারবে না। আমরা মানুষের কথা বলবো। এছাড়াও শ্যামলী প্রধান বলেন, জাতীয় ইস্যু এন আর সি নিয়ে আমাদের বক্তব্য পরিস্কার। আমরা সবাই দেশের নাগরিক। আমাদের এন আর সি বা সি এ এ দরকার নেই। ভোটে জিতলে এই কথায় সংসদে বলবো। আমাদের সততা কী দেখতে পাবেন ইলেকটোরাল বণ্ডে কে কতো টাকা ঘুষ নিয়ে দেশের সঙ্গে বেইমানি করেছে, মানুষের সাথে বেইমানি করেছে। বোলপুর (41) লোকসভায় এক সময়ের সোমনাথ চট্টোপাধ্যায়ের আসনে শ্যামলী প্রধান অনেক আশাবাদী।২০১৬ সালে নানুর বিধান সভায় ৫০.০৭ ভোট পেয়ে তৃণমূল বিধায়ক গদাধর হাজরাকে পরাজিত করেন সিপিএমের শ্যামলী প্রধান। ২৫,৭৩০ ভোটে জেতেন তিনি । কিন্তু সেবছর বামেদের জয়ের এক্স ফ্যাক্টর ছিল কাজল সেখ। অনুব্রত ও কাজল সেখের দ্বৈরথে আখেরে লাভ হয়েছিল সিপিএমের। এবার সেটি হওয়ার আশা কম। অন্যদিকে, ময়ুরেশ্বর বিধানসভায় ২০১১ সালে তৃণমূলের ঝড়ে সিপিএম প্রার্থী অশোক রায় প্রায় ৭ হাজার ভোটে তৃণমূল প্রার্থী জটিল মণ্ডলকে হারাতে সমর্থ হন। সে বছর দুঁদে ভূমি পুত্র বিজেপি প্রাথী দুধ কুমার মণ্ডল দাঁড়ালেও, বিজেপির ভোট ৭ শতাংশের বেশি ঘাটতি হয়ে তৃতীয় স্থান দখল করে। তাই এবার একটু আশাবাদী। তবে ইলামবাজার ব্লকে লাল ঝাণ্ডা কতটা উচ্ছ্বাসে উড়বে, সেটা চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল বলবে। বিজেপি প্রার্থী পিয়া সাহা বলেন, এবার বিজেপি বামেদের থেকে অনেকটাই এগিয়ে। একইভাবে তৃণমূল প্রার্থী অসিত মাল বলেন, শেষ হাসি তৃণমূল হাসবে। উন্নয়ন শেষ কথা বলবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন