কেষ্টর জেলায় তৃণমূলে ভাঙ্গন

 অনুব্রতের জেলায় তৃণমূল ছেড়ে বেশ কিছু সমর্থক যোগ দিলেন কংগ্রেসে 



নিজস্ব সংবাদদাতা ,  বীরভূম ,  ২৭ মার্চ: দল বদলের পালা চলছে ভোটের আগে। এবার বীরভূমে । তৃণমূল কংগ্রেস ছাড়লেন বেশ কিছু সমর্থক ।  রাজনগরে জোট প্রার্থী মিল্টন রশিদের হাত ধরে তৃণমূল কর্মীরা যোগ দিলেন কংগ্রেসে।

বুধবার জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনের আগে বিশেষ বৈঠক করলেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি তথা বীরভূম লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মিল্টন রশিদ। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে জোট বিষয়ে বিভিন্ন কর্মসূচি ও নির্দেশ দলীয় কর্মীদের দিলেন মিল্টন রশিদ। এদিন তৃণমূলের প্রায় ১৫ জন কর্মী কংগ্রেসে যোগ দেন । তাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন জোট প্রার্থী মিল্টন রশিদ। উপস্থিত ছিলেন জেলা কার্যকরী সভাপতি চঞ্চল চ্যাটার্জী রাজনগর ব্লক কংগ্রেস সভাপতি বুদ্ধদেব দাস প্রমুখ।

মন্তব্যসমূহ