নির্বাচনী প্রচারে শিলিগুড়ির মেয়র
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৩ মার্চ: দামামা বেজে গেছে নির্বাচনের। শাসক দলের সবাই ময়দানে। শাসক দলের সুপ্রিমোর কড়া নির্দেশ , ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে। সেই নির্দেশ পালন করতে এবারে প্রচারের ময়দানে শিলিগুড়ির মেয়র। শুরু করলেন দেওয়াল লিখন দিয়ে । তিনি জানালেন ,' মুখ্যমন্ত্রী আমাদের যে যে দায়িত্ব দিয়েছেন , আমাদের সবাইকে সেই দায়িত্ব পালন করতে হবে।তাই শুরু করে দিলাম।' আমাদের কর্মীদেরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মেয়র জানালেন এবারে আমাদের দায়িত্ব অনেকটাই বেশী। মুখ্যমন্ত্রী আমাদের সবাইকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন। আমাদের সবাইকে সেইটুকু পালন করলে তবেই আমাদের জয় নিশ্চিত। মেয়র আরো জানালেন এবারে আমাদের দল অনেকটাই তৈরী। তাই কাজ করতে অনেক সুবিধা আমাদের। আমাদের দার্জিলিং জেলার ভোট কবে হবে সেটা নিয়ে চিন্তা করছি না। দিন ঘোষনা হতেই আমরা আমাদের সব কাজ শুরু করে দেবো। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ির সতেরো নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা। মেয়র জানালেন ,'আমরা আত্মবিশ্বাসী , আমরা এবার জিতবই । '
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন