খবরের কাগজ নিজেও পড়েন,অন্যরাও পড়ার জন্য ঝুলিয়ে রাখেন শিলিগুড়ির সুবির
কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ খবরের কাগজ নিজে পড়েন এবং অন্যকে পড়ান। হ্যা ঠিকই শুনেছেন শিলিগুড়ি হাকিমপাড়ার বাসিন্দা সুবির দত্ত নিজের বাড়ির সামনে কাগজ ঝুলিয়ে রাখেন মানুষের পড়বার জন্য। গত তিন বছর ধরেই দেখা যাচ্ছে তিনি তার বাড়ির বাইরে এইভাবে কাগজ ঝুলিয়ে রাখছেন। তিনি জানালেন আমি নিজে নটা কাগজ পড়ি বাংলা এবং ইংরেজী মিলিয়ে। তাই আমি চাই মানুষ কাগজ পড়ুক। এই মোবাইল এবং টিভি চ্যানেলের দৌলতে মানুষ কাগজকে দুরে সরিয়ে রেখেছে। কিন্তুু আমি মনে করি এটা আমাদের পিছিয়ে দিচ্ছে। একটা বই কিংবা কাগজ যে উপহার দেয় আমাদের আর কেউ দিতে পারে না ওটা। তাই আমি বাড়ির বাইরে কাগজ ঝুলিয়ে রেখেছি। রোজ কত মানুষ কাগজ পড়েন আপনি কি জানেন? সুবিরবাবু জানালেন বলতে পারব না পঞ্চাশ থেকে আশি জন পড়েন। শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামের উলটো দিকে মাতৃসংঘের পাশেই দোতলা বাড়ি সুবিরবাবুদের। নিজে চাকরি করতেন। তিনি জানালেন আমি যখন আমার পরিবারের সাথে এই বিষয়ে কথা বললাম তারা আমাকে উৎসাহ দিয়েছিল। তাদের সাহায্য ছাড়া আমি আসতেই পারতাম না এই জায়গায় জানালেন তিনি। তিনি জানালেন মানুষ এসে যে কাগজ পড়ছে এবং আমার কথা মনে করছে এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তিনি আরো জানালেন ভবিষ্যতে এই ব্যাপারটিকে আমি আরো বড় করে করতে চাই যদি বয়স এবং শরীর আমার সঙ্গ দেয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন