পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হলো এক পরীক্ষার্থীর



বিশেষ সংবাদদাতা, মুর্শিদাবাদ:মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ মুর্শিদাবাদের সুতি -২ ব্লকের অন্তর্গত অরঙ্গাবাদ হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হলো এক পরীক্ষার্থীর। মৃত ওই পরীক্ষার্থীর নাম প্রীতম দাস। তার বাড়ি সুতি থানার অন্তর্গত পারুলিয়া গ্রামে। ওই ছাত্র সুতির  মুরালিপুকুর হাইস্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রীতম দাস ছোটো থেকেই শারীরিক ভাবে সক্ষম। নিজে থেকে হাঁটাচলা করতে পারেন না প্রীতম। পরীক্ষায় লিখতেও অসুবিধা হওয়ায় এবছর মুরালিপুকুর হাইস্কুল থেকে আলাদা করে রাইটার নিয়ে পরীক্ষায় বসেছিলেন ওই ছাত্র। সেন্টার পড়েছিল অরঙ্গাবাদ হাইস্কুলে। অন্যান্য দিনের মতো মেধাবী এই ছাত্র মঙ্গলবার ইতিহাস পরীক্ষা দিতে অরঙ্গাবাদ হাইস্কুল গিয়েছিলেন প্রীতম। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে মহেসাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই মৃত্যু হয় তার। চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত ঘোষনা করতেই কার্যত কান্নায় ভেংগে পড়েন পরিবারের সদস্যরা।


ঘটনার খবর পেয়ে হাসপাতালে স্থলে ছুটে আসেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর এবং মৃত ছাত্রের পরিবারের প্রতি সমবেদনা জানায় সেই সঙ্গে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ।

মন্তব্যসমূহ