মালদহে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই দুটি বাড়ি , ক্ষয় ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা
বিশেষ সংবাদদাতা , ২৮ ফেরুয়ারি : ভর-দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি বাড়ি। মৃত্যু গবাদি পশুর। ক্ষয়-ক্ষতি প্রায় তিন লক্ষাধিক টাকার। আগুন নেভাতে গিয়ে পড়ে গিয়ে আহত স্থানীয় যুবক। পরবর্তীতে দমকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন।অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ছুটে গেলেন জেলা পরিষদ সদস্যা। আহত ব্যক্তিকে নিজের গাড়িতে করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলেন জেলা পরিষদ সদস্যা তথা ব্লক তৃণমূলের সভানেত্রী। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মানকিবাড়ির ঘটনা।এদিন দুপুর নাগাদ স্থানীয় বাসিন্দা বাঘু এবং ভটুর বাড়িতে আগুন লেগে যায়। গোয়াল ঘর,জ্বালানি ঘর,শোবার ঘর, ভুটভুটি, বাইক পুড়ে যায়। আগুনে পড়ে মৃত্যু হয়েছে একটি গরুর।দুই বাড়ি মিলিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ তিন লক্ষাধিক টাকা। এদিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই হরিশ্চন্দ্রপুর ১( এ) ব্লক তৃণমূলের সভানেত্রী তথা জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন পৌঁছে যান গ্রামে।কিছু ক্ষণের মধ্যে পৌছে যায় দমকলও। দমকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রফিকুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা আগুন নেভানোর কাজ করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান। মর্জিনা দ্রুত নিজের গাড়িতে করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।সেখানেই তার চিকিৎসা চলছে।অন্যদিকে অগ্নিকাণ্ডে ক্ষতি-গ্রস্ত পরিবারের পাশে দাড়ানোরও আশ্বাস দিয়েছেন মর্জিনার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন