শিলিগুড়ির পর্যটন ব্যবসায়ীরা সংকটে

 শিলিগুড়িতে সংকটে পর্যটন ব্যবসার সাথে যুক্ত সবাই 



বিশেষ সংবাদদাতা , শিলিগুড়ি :  শিলিগুড়িতে পর্যটকদের সমস্যা তৈরী করছে নিউ জলপাইগুড়ি  ষ্টেশনে থাকা গাড়ির ড্রাইভারেরা। একেকজনের ভাড়া চাওয়ার চরিত্র একেকরকম হওয়ার কারণে সমস্যায় পড়ছে ট্রেন থেকে নামা পর্যটকেরা। সব থেকে বেশী সমস্যা তৈরী হয়েছে যারা এই প্রথম উত্তরবঙ্গে বেড়াতে  আসছেন।তারা নেমেই খোজ করছেন গাড়ির।আর সেই সূযোগ নিয়ে ফেলছেন ড্রাইভারেরা। একেকজন হাজার থেকে পনেরশো টাকা নিচ্ছেন।আর শিলিগুড়িতে এসে দিশেহারা হয়ে পড়া পর্যটকেরা একপ্রকার বাধ্য হয়েই যাচ্ছেন।তবে এইভাবে পর্যটকেরা ঠকছেন দেখে সন্তুষ্ট নন অনেকেই।তারা জানিয়েছেন এইভাবে উত্তরবঙ্গের পর্যটনের গরিমা নষ্ট হচ্ছে।অনেকেই জানিয়েছেন আগে এইভাবে বেশীদিন চলবে না।আগে যেটা ছিল এখন একেবারেই সেটা নেই। তাই পর্যটকেরা কলকাতা থেকেই তৈরী হয়ে আসছেন। আর মার খাচ্ছেন শিলিগুড়ির হোটেল মালিকেরা। শিলিগুড়ি একসময় ছিল উত্তরবঙ্গের করিডোর,আর সেটা এখন আর নেই। যার ফলে প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে শিলিগুড়ির সমস্ত ধরনের পর্যটনের সাথে যুক্ত থাকা মানুষদের। এখন পর্যটকেরা কলকাতা থেকেই সবকিছু থেকে করে যাচ্ছেন।যেটা আর শিলিগুড়ি থেকে করতে পারছেন না হোটল ব্যাবসা এবং পর্যটনের সাথে যুক্ত থাকা কর্মীরা।যার ফলে প্রচণ্ডভাবে সমস্যা নিয়ে চলছেন তারা।

মন্তব্যসমূহ