অসহায় মানুষদের ত্রাতা হয়ে নীরবে কাজ করে চলেছেন দেবাশীষরা
সজল দাশগুপ্ত, শিলিগুড়ি : এমন বহু মানুষ আছেন , যারা নীরবে , নিভৃতে মানুষের পাশে দাঁড়িয়ে , মানুষের অসহায় অবস্থা থেকে উদ্ধার করেন। সে অসুস্থ হন বা অসহায় কন্যাদায়গ্রস্থ পিত -মাতা। সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। কেননা এই সমাজসেবী মানুষটি সব সময় অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে ভালোবাসেন। সারা বছরই তিনি বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম সাথে নিজেকে যুক্ত রাখেন। কখনো বা ব্লাড ডোনেশন ক্যাম্প কখনো বা চক্ষু পরীক্ষা শিবির কখনো বা নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির কখনো বা দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ সহ একাধিক কর্মসূচি করে থাকেন নিজস্ব উদ্যোগে। সম্প্রতি তার একটি উদ্যোগকে সাধুবাদ দিতেই হবে। আমবাড়ির একটি পরিবারের পাশে তিনি এমনভাবে গিয়ে ত্রাতার ভূমিকা নিলেন , যা কিনা দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।একটি অসহায় পরিবারের মেয়ের বিয়ে দিতে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তিনি নেপথ্যে থাকা সমাজসেবী দেবাশীষ সকার। জানা গেছে , রিবারের মেয়ের বিয়ে , খুব সাধারণ পরিবার। বিষয়টি জানবার পরে একেবারে ব্যক্তিগত উদ্যোগে দ্রুত তিনি পরিবারটির পাশে দাঁড়ান। বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে ওই পরিবারের মেয়ের বিয়ে সুসম্পন্ন হয়। এই বিষয়ে দেবাশীষ বাবু জানিয়েছেন আজ ওই সাধারণ পরিবারের মেয়েটির বিয়ে। যতটা সম্ভব তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পরিবারটির দিকে। তিনি আরো জানান মানুষের বিপদে-আপদে মানুষের পাশে থাকতে ভালোবাসেন। আর বাড়ে বাড়ে এভাবেই তিনি এই কাজ গুলি করে যেতে চান। প্রচার বিমূখ দেবাশীষ সরকাররা আছেন বলেই হয়ত , সমাজটা ঠিক ঠাক চলছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন