মালদহে মাঘী পুর্ণিমার স্নান

 মালদহে মানিকচক ঘাটে  মাঘী পুর্ণিমার  স্নান সারলেন হাজারো পুণ্যার্থী  



বিশেষ সংবাদদাতা ,মানিকচক , :আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে  পূণ্যস্নান সারতে  মানুষের ঢল নামল  মালদহের মানিকচক ঘাটে। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ   পূণ্যস্নান করার  জন্য শুক্রবার থেকে ভিড় করেন মানিকচক ঘাটে।  জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে বহু মানুষ মানিকচক ঘাটে এসে উপস্থিত হন। প্রতিবছর মাঘী পূর্ণিমা উপলক্ষে মানিকচক ঘাটে বিশাল মেলা বসে এবারও ব্যতিক্রম হয়নি। সপরিবারে গঙ্গায় ডুব দিয়ে মেলা থেকে খাওয়া দাওয়া করে দিনটি পালন করেন মানুষেরা। মানিকচক থানা পুলিশ প্রশাসনের তরফে বিশাল জমায়েতকে লক্ষ্য করে  জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য সুব্যবস্থা করা হয়। নদীতে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের তরফে বোর্ডের মাধ্যমে নজরদারি চালানো হয়। উপস্থিত ছিলেন বিপর্যয় মোকাববিলার কর্মীরাও।হে মানিকচক ঘাটে  মাঘী পুর্ণিমার  স্নান সারলেন হাজারো পুণ্যার্থী  

মন্তব্যসমূহ