উত্তরবঙ্গের বেড়াবার আরেকটি ঠিকানা

 বেড়াতে চলুন বিদ্যাং ভ্যালী 



সজল দাশগুপ্ত, শিলিগুড়ি : যারা বেড়াতে যেতে ভালোবাসেন তাদের জন্য নিঃসন্দেহে দুর্দান্ত একটি ঘোরার জায়গা হল কালিম্পং এর নিকটে অবস্থিত বিদ্যাং ভ্যালি। ভ্রমণ পিপাসুদের কাছে নিঃসন্দেহে একটি দুর্দান্ত বেড়াতে যাওয়ার স্থান। কালিম্পং থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকা। কালিম্পং থেকে অনায়াসে গাড়ি করে যাওয়া যায়। অপরদিকে শিলিগুড়ি থেকে দূরত্ব ৪৩ কিলোমিটার। শিলিগুড়ি থেকে কালিম্পং গিয়ে সেখান থেকে গাড়ি করে সহজেই চলে যাওয়া যায় এই দুর্দান্ত স্পটে। রয়েছে রেলি নদী, যা পর্যটকদের কে বরাবর আকর্ষণ করে এই নদী   মিলেছে তিস্তার সাথে। এখানকার প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করে দেবে। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার মাধুর্য আলাদা। সারাদিনই পাখির কিচিরমিচির শোনা যাবে। সব সময় এক অপরূপ মায়াবী পরিবেশ বিরাজ করে এখানে। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের নেমে সেখান থেকে গাড়ি করে চলে যাওয়া যাবে কালিম্পং আর কালিম্পং থেকে গাড়ি ভাড়া করে বিদ্যাং ভ্যালি। তবে এখানে হোমস্টের সংখ্যা খুব কম মাত্র দুটি, তাই থাকতে হলে আগে থেকে বুক করে নেওয়া ভালো। সব মিলিয়ে প্রকৃতিকে মায়াবীভাবে পেতে হলে এই জায়গা হল সেরা ঠিকানা।

মন্তব্যসমূহ