শিলিগুড়িতে সংখ্যালঘু উদ্বাস্তু সেলের বৈঠক তিনটি এলাকায় পৃথক কমিটি গঠন।
কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ জেলা সভাপতির নির্দেশে শিলিগুড়ির ৩৯নং ওয়ার্ডে সংখ্যালঘু উদ্বাস্তু সেলের কমিটি গঠন করা হল। জানা গেছে শিলিগুড়ির টাউন এক দুই এবং তিন এই তিনটি এলাকাজুড়ে আলাদা করে কমিটি তৈরী করা হল। তৃণমূল কংগ্রেস নেতা হারাধন সাহা এবং বিকাশ ঘোষ কমিটি তৈরী করতে উল্লেখযোগ্য ভূমিকা নেন। জানা গেছে পুরুষ এবং মহিলা উভয়কেই প্রাধান্য দেওয়া হয়েছে এই কমিটি গঠনে। রাখা হয়েছে টাউন টু এর সহকারী সভাপতি হিসাবে জয়ন্ত সাহাকেও। বিকাশ ঘোষ জানালেন , আমাদের দল মানুষের জন্য কাজ করে। আশা করছি যারা কমিটিতে আছেন তারা দায়িত্ব নিয়েই কাজ করবেন। তিনি আরো জানালেন, আগামী নির্বাচনে আমাদের সব কর্মীদের একসাথে ঝাপিয়ে পড়ে কাজে নামতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন