পৌর প্রাথমিক সুস্বাস্থ্য" কেন্দ্রের শুভ উদ্বোধন শিলিগুড়িতে
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৯ ফেব্রুয়ারি : শিলিগুড়ি পুর নিগমের অর্থানুকূল্যে শিলিগুড়ি পুর নিগমের ১৮ নং ওয়ার্ডের শ্রবণ নগর কলোনিতে "পৌর প্রাথমিক সুস্বাস্থ্য" কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন মেয়র এবং ডেপুটি মেয়র।
শিলিগুড়ি পুর নিগমের অর্থানুকূল্যে শিলিগুড়ি পুর নিগমের ১৮ নং ওয়ার্ডের শ্রবণ নগর কলোনিতে "পৌর প্রাথমিক সুস্বাস্থ্য" কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন মেয়র এবং ডেপুটি মেয়র। আজ সকালে মেয়র নিজেই উদ্বোধন করে জানান আমাদের শহরে সাস্থ্য শিবির এবং তার পরিচর্যা করা একান্তই প্রয়োজন। এই সময় আমাদের দরকার একটু সজাগ এবং সচেতন থাকা। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে কোনভাবেই কোন ধরনের সমস্যার মধ্যে না এসে পড়ে সেটা দেখবার দায়িত্ব এবং কর্তব্য আমাদের। স্থানীয় মানুষ যারা একেবারেই গরীব এবং নিরিহ তাদের জন্য এই ধরনের সাস্থ্য কেন্দ্র থাকা একান্তই জরুরী। তাই আমি আজকে সব কাজ ফেলে দিয়ে এই ধরনের অনুষ্ঠানে এসে পৌছে গেলাম যাতে ভবিষ্যতে কোন সমস্যা তৈরী হলে সাধারন মানুষকে কোনভাবেই আর ফিরে যেতে না হয়। আমাদের দরকার দেখা যাতে সবাই ঠিকভাবে পরিসেবা পায়। কারন শরীর একেবারেই আলাদা সম্পদ। শরীর থাকলে সবকিছু থাকবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন