অভাবের তাড়নায় এবার শিশু বিক্রি শিলিগুড়িতে
বিশেষ সংবাদদাতা , শিলিগুড়ি : বয়েস মাত্র দুই মাস। ডিসেম্বর মাসে জন্ম নিয়েছিল শিশুটি। এর আগেও দুটি সন্তান আছে মায়ের , অভাবের সংসার , বাকি সন্তাদের মুখে দু মুঠো অন্ন জোগানোই ডে। তাই আর না পেরে অভাবের তাড়নায় তাদের তৃতীয় সন্তানকে বিক্রি করে দিল ওই শিশুটির বাবা এবং মা। জানা গেছে শিলিগুড়ির এনজেপী এলাকার ওই দম্পতির আগে দুই সন্তান ছিল, আবার সন্তান জন্ম নেওয়ায় খুব দুশ্চিন্তায় ছিলেন তারা। এক দালাল মারফৎ মাত্র আশি হাজার টাকায় ওই শিশুটিকে বিক্রি করে দেন ওই শিশুটির বাবা। পুলিশ অভিযুক্ত ওই শিশুটির বাবা এবং ওই দালালকে গ্রেপ্তার করে শিশুটি কোথায় আছে তা জানতে চেষ্টা করছে,. ওই শিশুটিকে কার কাছে বিক্রি করা হয়েছে সেটাও জানতে চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার পরে এই এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এত ছোট শিশুটিকে কিভাবে বিক্রি করা হল সেটা ভাবতেই পারছেন না ওই এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয়েছে এলাকার কাউন্সিলারকেও। শিশুটির বাবা এবং মাকে জেরা করে এখনো পযর্ন্ত কোন নির্দিষ্ট তথ্য এখনো পায়নি পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন