দার্জিলিং মেল কোথা থেকে ছাড়বে ?

  দার্জিলিং মেল নিয়ে দোটানায় রেল কতৃপক্ষ 



কুশল দাশগুপ্ত , নিউ জলপাইগুড়ি:   দার্জিলিং মেলকে নিয়ে চিন্তায় রেল। একবার বলা হচ্ছে এই ট্রেন ছাড়বে জংশন থেকে।   আবার মনে করা হচ্ছে এই ট্রেন থাকবে এনজেপী তেই। এই ট্রেনকে নিয়ে দোটনায় রেলওয়ে দপ্তরের আধিকারিকেরা। তারা জানিয়েছেন সব কিছু ঠিক হয়ে গেছে তবুও দার্জিলিং মেল এনজেপী থেকেই ছাড়ছে। কারণ  হিসাবে এক যাত্রী এবং দুই রেল লাইনের কথাও মাথায় আছে রেল বোর্ডের। তারা জানিয়েছেন একশো বছরের পুরানো এই  ট্রেনের ষ্টেশন পরিবর্তন করলে সমস্যায় পড়তে হতে  পারে  যাত্রী সাধারণ সমেত অনেকেই। যাত্রীদের মধ্যে অনেকেই এনজেপী ষ্টেশন ছাড়া অন্য ষ্টেশন চেনেন না, বিশেষ করে পর্যটকরা ,  যারা পাহাড়ে উঠতে এবং নামতে গেলে এনজেপী স্টেশন থেকেই ট্রেন  ধরেন, ফলে  একটা আলাদা গুরুত্ব আছে। চট্ করে পরিবর্তন করলে পর্যটনেও এর এক ভয়ংকর  প্রভাব পড়তে পারে। বিশেষ করে অন্য ট্রেনকে নিয়ে কোন ধারনা নেই এমন  যাত্রীদের, তারা একমাত্র চেনেন দার্জিলিং মেলকেই। তাই অন্য ট্রেনের স্থান পরিবর্তন করা সহজ হলেও দার্জিলিং মেলের ক্ষেত্রে সেটা একেবারেই সহজ নয় বলে জানিয়েছেন রেল বোর্ডের কর্তারা। জানা গেছে পরিস্থিতি বুঝে গেছেন রেল দপ্তরের কর্তারা, তাই তারাও আপাতত ষ্টেশন পরিবর্তন করতে রাজী নন তারাও। তাই মনে করা হচ্ছে দার্জিলিং মেল আপাতত এনজেপী ষ্টেশন থেকেই ছাড়ছে।  কোন পরিবর্তন ঘটানো হচ্ছে না। কারণ ,  পরিবর্তন করতে গেলে ব্যাপক ক্ষতির আশঙ্কা  হতে পারে বলে মনে করছে  রেল কতৃপক্ষ । সেই কারণে এই মুহূর্তে ঝুঁকি  নিতে নারাজ রেল বোর্ডের কর্তারা। 

মন্তব্যসমূহ