মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন রূপে চালু সিসিইউ ওয়ার্ড

 মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন রূপে চালু  সিসিইউ ওয়ার্ড



নিজস্ব সংবাদদাতা , মালদহ ,২৮ ফেব্রুয়ারি : সংস্কারের পর ফের চালু হলো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের   সিসিইউ ওয়ার্ড। অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে ওয়ার্ড। এর পাশাপাশি বাড়ানো হয়েছে দুইটি বেডের সংখা। চিকিৎসকদের সুবিধার্থে আধুনিক সরঞ্জাম যুক্ত সিসিইউ ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বুধবার দুপুরে।

 ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় আইসিইউ বেড যুক্ত সিসিইউ ওয়ার্ডের। আগে ছিল ২৬ টি বেড। বর্তমানে দুইটি বাড়িয়ে তার সংখ্যা দাঁড়িয়েছে ২৮ টি। এদিন উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা: পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এমএসভিপি ডা: প্রসেনজিৎ বর সহ অন্যান্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় বাড়তি চিকিৎসা পাবে মূহর্ষ রোগীরা। আধুনিক সরঞ্জাম যুক্ত  ওয়ার্ডে চিকিৎসা করার বাড়তি সুযোগ পাবেন চিকিৎসকরাও বলে জানান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

মন্তব্যসমূহ