শিলিগুড়ি ক্রিকেট লিগের উদ্বোধনে ডেপুটি মেয়র
সংবাদদাতা , শিলিগুড়ি, ১০ ফেরুয়ারিঃ শিলিগুড়ি রোটারি ক্লাবের পরিচালনায় শিলিগুড়ি ক্রিকেট লিগের সূচনা হলো শিলিগুড়ির হিন্দি হাইস্কুল ময়দানে সূচনা করলেন ডেপুটি মেয়র আজ সকালে। মোট চব্বিশ টি দল খেলবে এই টুর্নামেন্টে। রাউন্ড রবিন পদ্বতিতে এই খেলা হবে। বিজয়ী এবং রানার আপকে দেওয়া হবে আকর্ষনীয় পুরষ্কার। ডেপুটি মেয়র নিজেই ব্যাটিং করলেন একেবারেই সাবলীল ভঙ্গিতে। তিনি পরে জানালেন আমি ছোটবেলায় ক্রিকেট খেলেছি। আমি নিজেও একজন ক্রিকেটের পোকা। তাই সময় এবং সূযোগ পেলে খেলতে এবং খেলা দেখতে ছাড়ি না আমি বলে জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। বেলুন আকাশে উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন ডেপুটি মেয়র।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন