শিলিগুড়ি সরাসরি যাওয়া যাবে ফারাক্কা ও মালদহ থেকে

 মালদা ও ফারাক্কা থেকে শিলিগুড়ির  যাবার জন্য নতুন বাসরুট 



সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের প্রতি গোটা রাজ্যের মানুষের আকর্ষণ রয়েছে। তাই সময় সুযোগ পেলে অনেকেই পারি দেন উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে। প্রসঙ্গত সেই কারণেই সারা বছর  ট্রেন ও বাসগুলিতে ভিড় লক্ষ্য করা যায়। অনেকের ইচ্ছা থাকলেও বেড়াতে যেতে পারেন না অতিরিক্ত ভিড়ের কারণে। প্রসঙ্গত এর মধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম শিলিগুড়ি গামী দুটি বাসের বিষয়ে ঘোষণা করেছে। একটি ছাড়বে যথাক্রমে মালদা থেকে , আরো একটি বাস ছাড়বে ফারাক্কা থেকে। মালদা উত্তরবঙ্গের মধ্যে হলেও যথেষ্ট দূরে শিলিগুড়ি থেকে। মালদা থেকে শিলিগুড়ি যেতে যথেষ্ট সময় লাগে।

অপরদিকে শিলিগুড়ি থেকে ফারাক্কার দূরত্ব স্বাভাবিকভাবেই অনেকটা বেশি। বাস দুটির উদ্বোধন হয়ে গেছে। দুটি বাসে ছাড়বে যথাক্রমে ভোর বেলায়। মালদা থেকে ছাড়বে ভোর পাঁচটার সময় শিলিগুড়িতে পৌঁছাবে দুপুর বারোটার মধ্যে। অপরদিকে ফারাক্কার থেকে শিলিগুড়ি যাওয়ার বাসটি ছাড়বে পাঁচটা বেজে ত্রিশ মিনিটে। দুটি বাস পেয়ে স্থানীয় মানুষজন স্বাভাবিকভাবেই যথেষ্ট খুশি।

মন্তব্যসমূহ