শিলিগুড়িতে যুবকদের সাথে সাংসদ রাজু বিস্তা
শিলিগুড়িতে যুবকদের সাথে রাজু বিস্তা জানালেন ভবিষ্যতে পথ দেখাবে যুবকেরাই। রাজু বিস্তা জানালেন আমাদের ভবিষ্যতের পথ দেখাবে যুবকেরাই। তাদের দেখানো পথেই চলবে মানুষ। হবে উন্নয়ন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান ভারতবর্ষ আরো উন্নত জায়গায় গিয়ে পৌছাক। কারন একদিন এমন আসবে সারা বিশ্বের মানুষ ভারতের কাছে আসবে। কারন ভারত একটা এমন দেশ যাকে নিয়ে গর্ব করা যায়। ভারতের প্রাকৃতিক সম্পদ যেকোন দেশকে আকর্ষন করে। যারা আগ্রহ দেখিয়েছে ভারতের সাথে কিছু না কিছু করবার। এই দেশের এত মনিষী এসেছেন এত ভালো মানুষ জন্মগ্রহন করেছেন আজকে ভারতের মানুষ তাদের আলোকে আলোকিত। আজকের দিনে যুবকদের কিছুই নেই তারা হয়ত কিছুটা হতাশার মধ্যে আছেন তবে তাদের সাথে আমাদের প্রধানমন্ত্রী আছেন যার উপরে ভরসা করে শুধুমাত্র ভারতের মানুষ কেন গোটা বিশ্বের মানুষ চলছে। এদিন যুবকদের সাথে অনেকক্ষন কথা বলেন দার্জিলিং এর সাংসদ। এদিন উপস্থিত ছিলেন গোটা উত্তরবঙ্গের যুবক এবং যুবতীরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন