মালদহে এবার পুরউদ্যোগে যুবকদের খেলায় উৎসাহ

যুবকদের মাঠমুখী করতে মালদহে বিশেষ উদ্যোগ 

বিশেষ সংবাদদাতা , মালদহ :  যুবকদেরকে মাঠ মুখি করতে এবার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলো পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকার ঋষি পাড়া এলাকার অগ্রদূত সংঘের কর্মকর্তারা । জানা গেছে এই বছর এই ক্রিকেট টুর্নামেন্ট প্রথম বর্ষ এবং প্রথম বর্ষে ব্যাপক সাড়া মিলেছে পাশাপাশি এই ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে মোট আটটি দলের মধ্যে অন্তিম পর্যায়ে অর্থাৎ ফাইনালে দুটি দল পৌঁছায় ইলেভেনস্টার বনাম পিয়াজি মোর ।এদিকে আজ রবিবার বিকেল চারটে নাগাদ ফাইনাল খেলা চূড়ান্ত পর্যায়ে পরিণতিতে ইলেভেন স্টার জয়ী হয় এবং পিয়াজি মোর পরাজিত। দুই দলের হাতে আর্থিক অনুদানসহ ট্রফি তুলে দেওয়া হয় উপস্থিত অতিথিবর্গদের মাধ্যমে। এদিন এই খেলাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর তপন চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী অসিত সাহা সহ আরো অন্যান্যরা।

মন্তব্যসমূহ