উত্তরবঙ্গে ঘোরার নতুন ঠিকানা গুরুদুম
সজল দাশগুপ্ত, শিলিগুড়ি : বাঙালির কাছে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা দীঘা পুরী দার্জিলিং। সুযোগ পেলেই কেউবা পাহাড়ে কেউ বা সমুদ্রে পাড়ি দেয়। উত্তরবঙ্গের দার্জিলিং ,কার্শিয়াং ,কালিংপং হল পর্যটকদের কাছে খুব জনপ্রিয় ঘুরতে যাওয়ার জায়গা। তবে অনেকেই রয়েছেন যারা ভিড় ভালোবাসেন না কিছুটা অফবিট জায়গায় বেড়াতে ভালবাসেন। তাদের কাছে নিঃসন্দেহে দুর্দান্ত লাগবে গুরুদুম। দার্জিলিং থেকে গাড়ি করে যেতে হয় পথে পড়বে পাইনের বন। একেবারে নিরিবিলি দিন দুয়েক কাটানোর সেরা ঠিকানা। এখান থেকে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা কে দেখতে দুর্দান্ত লাগে। এছাড়া সূর্যাস্ত ও সূর্যোদয়ের দৃশ্য দেখার মজাই আলাদা। রয়েছে রংবেরঙের বিভিন্ন প্রজাতির পাখি। একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ, যারা কোলাহল পছন্দ করেন না তাদের কাছে দুর্দান্ত একটি স্পট। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি বুক করে সোজা চলে যাওয়া যায় । রয়েছে একাধিক হোমস্টে, যেখানে থাকা-খাওয়ার সুবিধা রয়েছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ মনোরম সেই কারণেই পর্যটকদের যথেষ্ট আকর্ষণ করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন