উত্তরবঙ্গে শুরু ভামরি দেবীর আরাধনা

 রাজগঞ্জে শুরু  ভামরি দেবীর পুজো



সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: প্রতিবছর রাজগঞ্জের অন্তর্গত বোদাগঞ্জে মাঘ মাসের মাঘী পূর্ণিমা তিথিতে ভামড়ি দেবীর পুজো ও মেলার আয়োজন করা হয়ে থাকে। এই বছরও আয়োজিত হচ্ছে ভামরি দেবীর পুজো ও মেলা। আজ থেকে শুরু হলো পুজো ও মেলা। আজ সকালে মায়ের পুজো ও মেলার শুভ সূচনা হয়। প্রতিবছর মায়ের পূজাকে কেন্দ্র করে চলে বিশাল বড় মেলা। এই মেলার যথেষ্ট খ্যাতি রয়েছে। এই বছরও ধুমধাম করে মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে শুরু হওয়া পূজো ও মেলা আগামী ২৭ এ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ মোট পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হবে পুজো ও মেলা। প্রসাদ বিতরণের সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভামরী মায়ের পূজো ও মেলাকে কেন্দ্র করে ওই এলাকা উৎসবের চেহারা নিয়েছে। এই বছর এই পুজো ৫২ তম বর্ষে পদার্পণ করলো। এদিন এই পুজো ও মেলার উদ্বোধন করেন সমাজসেবী কৃষ্ণ দাস। এছাড়া নতুন অন্নপূর্ণা মন্দিরের উদ্বোধন করা হলো এদিন। পুজো তো থাকবেই পাশাপাশি রয়েছে পাঁচ দিনব্যাপী মেলা।

মন্তব্যসমূহ