বিজেপির অবস্থান বিক্ষোভ

 মালদহ থানায়  বিজেপির অবস্থান বিক্ষোভ 



বিশেষ সংবাদদাতা , মালদহ , ২৮ ফেব্রুয়ারি: মালদহ  থানা মূল ফটকের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা ও যুব মোর্চার নেতৃত্বরা ।এদিন মালদহ থানার গেটের বাইরে অবস্থান-বিক্ষোভে শামিল হন বিজেপির নেতাকর্মীরা। বুধবার বিকেল তিনটে নাগাদ এই দিন এই কর্মসূচিতেও উপস্থিত ছিলেন উত্তর মালদহ মহিলা মোর্চার সভানেত্রী ছন্দা চৌধুরী যুব মোর্চার নেতা অয়ন রায় বিজেপি স্নেহাংশু ভট্টাচার্জী,এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদহ পৌরসভার ২ ও তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাসন্তী রায় ও স্বপ্না হালদার সহ আরো অন্যান্যরা। এদিনের কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল গত সপ্তাহে বৃহস্পতিবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের বিষণপুর এলাকার এক নাবালিকা আদিবাসী স্কুল ছাত্রী নিখোঁজ হয়ে যায় এবং তার পরের দিন শুক্রবার বাড়ি থেকে এক কিলোমিটার দূরত্বে ইটভাটা থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। হারহীম করা এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকা জুড়ে। পরিবার বর্গরা অভিযোগ করেছিলেন তার মেয়েকে ধর্ষণ করে খুন করে দেওয়ার। এদিকে এই ঘটনার পর দোষীদের ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে আর দোষীদের ফাঁসির দাবি জানিয়ে থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপির নেতৃত্বরা ।বিজেপির উত্তর মালদহ মহিলা মোর্চার সভানেত্রী ছন্দা চৌধুরী বলেন এই ঘটনার দোষী দের গ্রেপ্তার করেছে পুলিশ যদিও পুলিশ চাইতো আরো অনেক আগেই তাদেরকে গ্রেফতার করতে পারত কিন্তু দেরি করেছে এবং তাদের ফাঁসির দাবি জানান তিনি ।অন্য দিকে যুব মোর্চার নেতা অয়ন রায় তিনি বলেন  যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেই একজন মহিলা অথচ এই ধরনের ঘটনা কে তিনি স্ট্রং ভাবে কেন এ নিচ্ছেন না বোঝা যাচ্ছে না কি করছেন তিনি এবং তার অবিলম্বে পদত্যাগ করা উচিত বলেন তিনি।

মন্তব্যসমূহ