হেরিটেজ দার্জিলিং

এবারে দার্জিলিংকে আলাদা করে হেরিটেজ শিরোপা 



কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ দার্জিলিং কে আলাদাকরে হেরিটেজ করা হবে। কারন বিদেশী পর্যটকদের কাছে এখন প্রথম দশটি আকর্ষনীয় জায়গার মধ্যে অন্যতম দার্জিলিং। জানা গেছে এই বছরে রেকর্ড পর্যটক মানে বিদেশী পর্যটক দার্জিলিং এ এসেছেন। তাদের মধ্যে অনেকের শুধু অনেকেরই নয় প্রায় বেশীরভাগ পর্যটকের দার্জিলিং কে পছন্দ হয়ে গেছে। কারন হিসাবে দার্জিলিং এর প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার আবহাওয়া এবং এখানে থাকবার জায়গা। সবেতেই মজে গিয়েছেন বিদেশী পর্যটকেরা। বিশেষ করে ইয়োরোপের পর্যটকদের কাছে প্রচণ্ড প্রিয় শহর দার্জিলিং। টাইগার হিল এবং ঘুমকে তারা পছন্দ করেন ভীষনভাবে। পছন্দ করেন আমেরিকার পর্যটকেরাও। তারাও দার্জিলিংকে তাদের " favorite  city" বলে আখ্যা দিয়েছেন। তারা জানিয়েছেন দার্জিলিং এর আবহাওয়া এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ অসাধারন। তাই তাদের কাছে অন্যতম পছন্দের শহর হল দার্জিলিং। পর্যটকদের কাছে পছন্দ দার্জিলিং এর হোটেলের খাবারও।তারা ভারতীয় খাবারের মধ্যে চিকেন পছন্দ করেন বলে একটি সমীক্ষায় দেখা গেছে।এছারাও তাদের পছন্দ আইসক্রীম এবং রসগোল্লা। সবমিলিয়ে দার্জিলিং এখন আন্তর্জাতিক হেরিটেজ শহর বলেই আখ্যা পাচ্ছে। এবছর খুব ভালো সময় যাচ্ছে শৈলশহরের। একে রেকর্ড পর্যটক এবং তার সাথে সাথে আন্তর্জাতিক স্বীকৃতি এক আলাদা মাত্রা তৈরী করে দিয়েছে এই শৈল শহরের কাছে।

মন্তব্যসমূহ