শিলিগুড়িতে জল শোধনাগার

 

৮২ একর জমিতে শিলিগুড়ি ফুলবাড়ি জল শোধনাগার 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়িঃ   শিলিগুড়ি পৌরনিগমের ১,৯৭,৭৬,৭৪৩.০০ টাকা অর্থানুকূল্যে ফুলবাড়ি জল শোধনাগারের ৮২ একর জমির সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আজ উদ্বোধন করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি আজকে জানালেন এই প্রকল্প শেষ হলে বহু মানুষ উপকার পাবেন। কারণ জলের সমস্যা নিয়ে শিলিগুড়ির মানুষ অনেকদিন থেকেই ভুগছেন। আমরা চেষ্টা করছি যাতে এই সমস্যা মিটিয়ে মানুষের কাছে জল পৌছে দেওয়া যায়। শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা তৈরী হয়েছে বামফ্রন্টের সময় থেকে। আজকের দিনেও যে মানুষ পানীয় জল নিয়ে মুষ্কিলে পড়বেন এটা মানা প্রচণ্ডভাবে কষ্টকর। তাই আমরা অতি দ্রুত এই কাজ শেষ করতে চাই। যাতে একেবারেই সাধারন মানুষ যারা তারা পানীয় জল পেতে যেন আর সমস্যার মধ্যে না পড়েন। কারন সবার পক্ষে পানীয় জলের কানেকসন নেওয়া সম্ভব নয়।আর বেসরকারীভাবে জল নেওয়ার খরচ প্রচুর।  আজকে এই উদ্বোধনে উপস্থিত ছিলেন দুলাল দত্ত এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য কাউন্সিলার এবং নেতৃত্ব।

মন্তব্যসমূহ