করোনা যোদ্ধাদের হাত দিয়ে অ্যাম্বুলেন্স উদ্বোধন
অভিজিৎ দাস , কলকাতাঃসম্প্রতি বেহালার আদর্শ পল্লী ক্লাবে উদ্বোধন হল একটি অ্যাম্বুলেন্সের । এটি তাঁদের তৃতীয় অ্যাম্বুলেন্স। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয় করোনা যোদ্ধাদের। যারা ওই কঠিন সময়ে , নিজেদের জীবনকে বাজি রেখে মানুষকে রক্ষা করেছিলেন। এরা বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধি ছিলেন,। কেউ ছিলেন ব্যাঙ্ক কর্মচারী কেউ ছিলেন চিকিৎসক , সবার ঐকান্তিক চেষ্টায় রক্ষা পেয়েছিল এই সমাজ ।
রক্ষা হয়েছিল মানব জাতি ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন